বামনগোলা:-সারনা ধর্মের পৃথক কলম কোড লাগুর দাবীতে ধর্মঘট। গোটা রাজ্যের পাশাপাশি মালদহের বামনগোলাতেও পালিত হচ্ছে ধর্মঘট। আদিবাসী সেঙ্গেল অভিযানের নেতৃত্বে শনিবার সকাল থেকেই চলছে পথ অবরোধ কর্মসূচি।
শনিবার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে আদিবাসী সিঙ্গেল অভিযান। এই মর্মে বামনগোলা ব্লকের আম্বেদকার মোড়ে ধামসা মাদল বাজিয়ে হাতে তীর ধনুক নিয়ে ধর্মঘট নামলো আদিবাসী সিঙ্গেল অভিযানের সংগঠের কর্মীরা। যদিও মালদা নালাগোলা রাজ্য সড়কে বাস চলাচল বর্তমানে বন্ধ রয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বামনগোলা থানার বিশাল পুলিশ বাহিনী।
এদিকে বিভিন্ন দাবি দাওয়ার পাশাপাশি মূলত সারনা ধর্ম কোড লাগুর দাবিতে তাদের এই আন্দোলন।