আজ পুন্ডিবাড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিকের বোলেরো গাড়ির সাথে বেসরকারি যাত্রীবাহী গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলে মৃত ১ জন স্বাস্থ্য কর্মী এবং গুরুতর আহত অবস্থায় তিনজন কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জানা গিয়েছে, এদিন করোনার লালারস পরীক্ষা সেরে সোয়াব স্যাম্পল নিয়ে কোচবিহারের উদ্দেশ্যে ফিরছিলেন তারা।কোচবিহার ২নং ব্লক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক ডাক্তার সুনীল কুমার মন্ডল সহ স্বাস্থ্যকর্মীরা। এরপর হঠাৎই দুর্ঘটনার কবলে পড়েন তারা। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজন স্বাস্থ্যকর্মীর।
তিনজন গুরুতর আহত অবস্থায় কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলেও একজনের পরিস্থিতির সংকটজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করা হলেও রাস্তায় তিনি প্রাণ হারান বলেই আমাদের প্রতিনিধি সূত্রে জানা গিয়েছে অর্থাৎ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২। অবস্থার দরুন চাঞ্চল্য ছড়িয়েছে এলাকামহল সহ স্থানীয় স্বাস্থ্যমহলে ও।