মেসি ইভেন্ট কাণ্ড: আয়োজক গ্রেফতার, তদন্তের নির্দেশ

কলকাতা: যুবভারতীতে বিশ্বজয়ী ফুটবলার লিওনেল মেসির নাম ঘিরে স্বপ্ন দেখেছিলেন হাজার হাজার ফুটবলপ্রেমী। কিন্তু সেই স্বপ্নই পরিণত হল বিশৃঙ্খলা ও হতাশায়। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠানে চরম অব্যবস্থাপনার অভিযোগে মূল আয়োজক শতদ্রু দত্তকে গ্রেফতার করল পুলিশ।

ঘটনার পরপরই সাংবাদিক বৈঠকে মুখ খুললেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ও এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম। তাঁরা স্পষ্ট জানিয়ে দেন, এই ঘটনায় যাঁরা দায়ী, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান পুলিশ কর্তারা।

সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে ডিজি রাজীব কুমার মন্তব্য করেন, দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়া উচিত এবং এ বিষয়টি প্রশাসন গুরুত্ব সহকারে দেখছে। উল্লেখযোগ্যভাবে, কলকাতা বিমানবন্দর থেকেই শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয়।

ঘটনা ঘিরে প্রশ্নের মুখে ইভেন্ট ম্যানেজমেন্ট ও নিরাপত্তা ব্যবস্থা। ফুটবলপ্রেমীদের আশা ভঙ্গের দায় শেষ পর্যন্ত কার-তা জানতে এখন তদন্তের দিকেই তাকিয়ে শহর।

বিস্তারিত আসছে…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here