শিলিগুড়ি: সেবক রোডে টোটো থেকে নেমে ওষুধ কিনতে যাওয়ার ফাঁকে উধাও হয়ে গেল বিয়ের কেনাকাটার ব্যাগ। ঘটনায় উদ্বিগ্ন ও বিপাকে পড়েছেন এক পরিবার। সোমবার বিকেলে সেবক রোডের একটি বেসরকারি ল্যাবের সামনে টোটো দাঁড় করিয়ে নেমেছিলেন শিলিগুড়ির মাইকেল মধুসূদন দাস কলোনির বাসিন্দা দিপালী দাস। ল্যাবের নিচের ওষুধের দোকান থেকে ওষুধ নিয়ে বেরিয়ে এসে দেখেন টোটোটি নেই, সঙ্গে নেই বাজারের ব্যাগটিও।
পরিবার সূত্রে জানা গেছে, ব্যাগটির ভিতরে নতুন পোশাক-সহ প্রয়োজনীয় সামগ্রী মিলিয়ে ৪ থেকে ৫ হাজার টাকার জিনিস ছিল। টোটো চালকের কোনও নম্বর বা পরিচয় না থাকায় যোগাযোগ সম্ভব হচ্ছে না। ফলে ব্যাগটি যদি কোনওভাবে টোটো চালকের হাতে এসে থাকে, তবে তা ফেরত দিতে চাইলেও কোথায় পৌঁছে দেবেন তা জানা নেই।
পরিবারের পক্ষ থেকে অনুরোধ, যদি কোনও টোটো চালক বা সাধারণ মানুষের কারও কাছে ওই ব্যাগটি পৌঁছয়, তবে মানবিকতার খাতিরে যোগাযোগ করার আবেদন জানানো হয়েছে। পরিবারটি আশা করছে, ভুলবশত নিয়ে চলে যাওয়া ব্যাগটি ফিরে এলে বড় সমস্যার সমাধান হবে এবং বিয়ের প্রস্তুতিও স্বাভাবিকভাবে এগিয়ে যাবে।








































