কার্শিয়াং: কার্শিয়ংয়ের সিটংয়ে ঘটে গেল ভয়াবহ সড়ক দুর্ঘটনা। রবিবার রাতে কার্শিয়ং থেকে সিটং ফেরার পথে একটি গাড়ি গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় গাড়ি চালককে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়ি অঞ্চলের নির্জনতা ও অন্ধকারে রাতের ঘটনাটি কেউ টের পাননি। সোমবার সকালে স্থানীয়রা রাস্তার নীচে খাদে উল্টে থাকা গাড়িটি দেখে সন্দেহ হলে দ্রুত খবর দেন। এরপরই শুরু হয় উদ্ধারকাজ।
মৃত তিনজনের পরিচয় পাওয়া গিয়েছে বিগেন ভুজেল, রুপেন খাওয়াশ ও রমেশ গুরুং। মৃত বিগেন ভুজেল ছিলেন স্থানীয় পঞ্চায়েতের সদস্য ও বিজিপিএম দলের সক্রিয় কর্মী।
দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাস্তার অন্ধকার ও পাহাড়ি বাঁকে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়েই এই মর্মান্তিক ঘটনা ঘটতে পারে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।









































