৫০০ গ্রাম ব্রাউন সুগার ও ৫ লক্ষ টাকা উদ্ধার, চাঁদমনিতে বড়সড় মাদক পাচার চক্র ভেঙে দিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ

শিলিগুড়ি: গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে আবারও বড়সড় মাদক বিরোধী সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। শিলিগুড়ির মাটিগাড়ার চাঁদমনি এলাকায় SOG ও গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে হাতবদলের আগেই আটক করা হল তিনজনকে যার মধ্যে দুই মহিলা ও এক যুবক।

ধৃতরা হল এমডি আজাদ, আরসিদা খাতুন ও আজমেরি খাতুন। তিনজনই মাটিগাড়ার বিশ্বাস কলোনির বাসিন্দা।

অভিযানে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ৫০০ গ্রাম ব্রাউন সুগার সহ নগদ ৫ লক্ষ ১৬ হাজার টাকা। পুলিশের প্রাথমিক অনুমান, মাটিগাড়ায় প্রথম পর্যায়ের লেনদেন সেরে শিলিগুড়ি শহরে বড়সড় মাদক পাচারের পরিকল্পনা ছিল এই চক্রটির।

পুলিশের আরো অনুমান, এই তিনজন একটি সক্রিয় মাদক পাচার চক্রের গুরুত্বপূর্ণ সদস্য। চক্রের মূল পান্ডাদের খোঁজ পেতে ধৃতদের রিমান্ডে নিয়ে জেরা প্রয়োজন। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে আরও বড় তথ্য উঠে আসার সম্ভাবনা রয়েছে বলেই মনে করছেন তদন্তকারীরা।

মাদক বিরোধী লড়াইয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এই অভিযানকে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here