নাগরাকাটায় ডাইনি অপবাদে খুন হল এক ব্যক্তি!

নাগরাকাটার ময়নাখোলাতে ডাইন সন্দেহে ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে গিয়ে খুন হল এক ব্যক্তির।জখম হয়েছে আরও দুই মহিলা। জখম দুই মহিলার চিকিৎসা চলছে মাল হাসপাতালে।

পুলিশ সুত্রেই জানা গিয়েছে মৃতের নাম মোঙ্গরা উরাও (৬০) বাড়ি ভগতপুর চাবাগানের ময়নাওখোলাতে। জখম দুই মহিলার নাম কোরিও কেওয়ার, চামেলি উরাও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামে বেশ কয়েকজন মারা যায় অসুখে।কিন্তু রটে যায় দুই মহিলা নাকি তন্ত্রমন্ত্রের মাধ্যমে তাদের মেরে ফেলেছে।গ্রামের মানুষেরা ঐ দুই মহিলাকে মারধোর শুরু করলে ঐ দুই মহিলার মোঙ্গরা বাবুর নাম বলে দেয়। মোঙ্গরা নাকি তাদের বড় ডাইন।

এরপরই গ্রামের বেশ কয়েকজন যুবক মোঙ্গরাকে তুলে নিয়ে ময়নাখোলাতে নিয়ে তিনজনকেই লাঠি এবং রড দিয়ে পেটানো শুরু করে। খবর পেয়েই পুলিশ এসে জখম ব্যক্তিদের উদ্ধার করে। তবে মোঙ্গরা ঘটনাস্থলেই মারা যায়। রাতেই পুলিশ এঘটনায় যুক্ত সাতজনকে গ্রেফতার করে। ঘটনার তদন্ত শুরু করে। এদিন মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here