বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে জলপাইগুড়ি সদর হাসপাতালের ডিআরএস ভবনে অনুষ্ঠিত স্বাস্থ্য বিষয়ক কর্মশালা।

আজ ২৪শে মার্চ, বিশ্ব যক্ষা দিবস আর সেই উপলক্ষেই জলপাইগুড়ি সদর হাসপাতালের ডিআরএস ভবনে অনুষ্ঠিত হল একটি স্বাস্থ্য বিষয়ক কর্মশালা।

এবিষয়ে ওএসডি ডক্টর সুশান্ত কুমার রায় বলেন, প্রতিটি ব্লকেই এ ধরনের কর্মসূচি রয়েছে এদিন। মরণব্যাধি যক্ষা রোগ হলেও তা নিরাময় সম্ভব বলে জানান তিনি। সারা বিশ্বে প্রতিদিন ৪ হাজার মানুষ এই রোগে মারা যান। পাশাপাশি ২৮ হাজার মানুষ দৈনিক আক্রান্ত হন এই রোগে। এদের মধ্যে প্রচুর সংখ্যক শিশুরাও রয়েছে বলে জানান ওএসডি। আগামী দিনগুলোতে মানুষকে এ বিষয়ে সচেতন হওয়ার অনুরোধ জানিয়েছেন ডক্টর সুশান্ত কুমার রায়।

এদিন এই কর্মশালায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের করোনা বিষয়ক ওএসডি ডক্টর সুশান্ত কুমার রায়, জলপাইগুড়ি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার রমেন্দ্রনাথ প্রামানিক সহ অন্যান্য স্বাস্থ্য আধিকারিকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here