নেট না মেলায়,ক্ষুব্ধ গ্রাহকরা বন্ধ করে দিলেন টাওয়ার!

এলাকায় অত্যন্ত খারাপ জিও-র নেটওয়ার্ক পরিষেবা। সেই কারণেই টাওয়ার বন্ধ করে দিলেন স্থানীয় গ্রাহকরা। শুক্রবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার নলপুকুর এলাকায়।

স্থানীয় মোবাইল গ্রাহকদের অভিযোগ, বারবার কোম্পানিকে জানানো সত্ত্বেও শুধুমাত্র নেটওয়ার্ক ঠিক করার প্রতিশ্রুতি দেওয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি। এদিকে, নির্দিষ্ট অঙ্কের টাকা রিচার্জ করার পরেও ফোন এবং ইন্টারনেট পরিষেবা একেবারেই ব্যবহার করতে পারছেন না বলে অভিযোগ তাদের। সেই কারণে ক্ষুব্ধ গ্রাহকরা শুক্রবার নলপুকুর এলাকায় জিও টাওয়ারের বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে তালা ঝুলিয়ে দেন। তাদের দাবি, কোম্পানির লোকজন এসে আগে এলাকায় জিও-র নেটওয়ার্ক পরিষেবা ঠিক করবেন, তারপর থেকেই পুনরায় টাওয়ার চালু করতে দেওয়া হবে।

কয়েকজন ক্ষুব্ধ গ্রাহক জানিয়েছেন, প্রতিমাসে নির্দিষ্ট অঙ্কের টাকা রিচার্জ করতে হয়। সেই টাকায় যে ইন্টারনেট ও কল করার সুবিধা আছে তা তারা ব্যবহার করতে পারেন না। কারণ এখানে ওই কোম্পানির সিগন্যাল পরিষেবা অত্যন্ত খারাপ। ফলে শুধু টাকাই চলে যাচ্ছে তাদের। এই কারণে এলাকার লোকজন সম্মিলিত ভাবে আজ ওই টাওয়ারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তালা ঝুলিয়ে দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here