সারা রাজ্যে যে নীতিতে পুর প্রশাসক নিয়োগ হয়েছে, শিলিগুড়ি তে সেই নিয়ম মানা হয়নি। কোভিড পরিস্থিতিতে মোকাবিলা করার উদ্দেশ্য নিয়ে পুরপ্রশাসক গঠনের কথা বলা হলেও শিলিগুড়ি তে পুরপ্রশাসক দল ভাঙানোর কাজ করছেন। কোভিড মোকাবিলা না করে পুরসভার সৌন্দর্যয়ায়নের কাজে মত্ত। বৃহস্পতিবার শিলিগুড়িতে এক সাংবাদিক সম্মেলনে পুর প্রশাসক গৌতম দেবের উদ্যশ্যে এমনই মন্ত্যব্য করলেন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।
মূলত, কোভিড পরিস্থিতিতে শহর শিলিগুড়িতে সঠিক পুর পরিষেবা বজায় রাখতে রাজ্যের অন্যান্য পুরসভার মতো শিলিগুড়ি পুরসভায় বসানো হয়েছে পুরপ্রশাসক।তবে সমস্তটাই হয়েছে নিয়ম না মেনে।শুধু তাই নয়, কোভিড মোকাবিলায় মানুষের পাশে থেকে কাজ করার জন্য এই প্রশাসকমন্ডলি তৈরি করা হলেও বর্তমানে তারা সৌন্দর্যায়ন ও দল ভাঙ্গানোর কাজে নিযুক্ত।
এদিন অশোক ভট্টাচার্যের এমন মন্ত্যব্যের কড়া ভাষায় জবাব দিলেন পুরপশাসক গৌতম দেব।তিনি জানান,সবে মাত্র সাত দিন, সাত মাস সময় দিন কি কাজ করেছি মানুষই বলবে। তিনি অশোকের মন্তব্যে বলেন, শুধু কোভিড নয়,পুর পরিশেবা সঠিক রাখাও তাদের দায়িত্ব।তাই দুটো কাজকেই একসাথে প্রাধ্যান্য দেওয়া হবে বলে জানান তিনি।