করোনা মহামারী ভয়াল করাল গ্রাস থেকে কিছুটা নিস্তার মিলতে চলছে ভ্যাক্সিনেশন প্রক্রিয়া। তবে বর্তমানে ভ্যাক্সিনেশন নিয়েও নানান রকম চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। প্রত্যেক সাধারন মানুষের ভ্যাকসিন পাওয়ার অধিকার থাকলেও রাতভর দাঁড়িয়ে থেকেও কোথাও কোথাও মিলছে না ভ্যাকসিন এতেই দিশেহারা হয়ে পড়েছেন সকলেই।
ঠিক এ রকমই অভিযোগ নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে নকশালবাড়ি BMOH কে স্মারকলিপি প্রদান করল নকশালবাড়ি অঞ্চল কংগ্রেস।এবিষয়ে তারা জানেন, মূলত লোকসভায় ব্লকে যাতে সবাই সুস্থ মত ভ্যাকসিন পায় এবং ভ্যাকসিন নিয়ে যাতে কোনরকম দুর্নীতি না হয় সে বিষয়ে বিশেষ দৃষ্টিপাত করতেই এদিন স্মারকলিপি প্রদান করা হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন,নকশালবাড়ি ব্লক কংগ্রেস সভাপতি অমিতাভ সরকার সহ অন্যান্যরা।









































