আজ ওয়ার্ল্ড ব্রেন টিউমার ডে উপলক্ষে সারা বিশ্বের পাশাপাশি শহর শিলিগুড়ির থ্যালামাস ইন্সটিটিউট অফ মেডিকেল সাইন্সে নামক একটি ইনস্টিটিউটে ব্রেন টিউমার সম্পর্কিত বিভিন্ন সচেতনতা এবং বিভিন্ন সময়ে ব্রেন টিউমারে আক্রান্ত রোগীদের সুস্থতার কাহিনী সকলে সামনে তুলে ধরার মধ্য দিয়ে দিনটি উদযাপনে উদ্যোগী হন তারা।
প্রসঙ্গত, ক্যানসার যেমন একটি দুরারোগ্য রোগ ঠিক তেমনি একটি দুরারোগ্য রোগ হল ব্রেন টিউমার। ব্রেন টিউমার সহজে ধরা না পড়লে তা প্রাণঘাতী হতে পারে। মূলত, মস্তিষ্কে টিস্যুগুলি যখন অস্বাভাবিক বেড়ে যায় তখন কার্যকারিতা ব্যাহত হতে পারে এবং টিউমারের আকার নেয়, যদি এটির প্রাথমিক চিকিৎসা না করা হয় এবং টিউমার যদি মস্তিষ্কের টিস্যুগুলিকে ক্রমাগত ক্ষতি করতে থাকে তাহলে তা ক্যানসারে রূপান্তরিত হয়ে যেতে পারে। তাই এদিন ওয়ার্ল্ড ব্রেন টিউমার ডে উপলক্ষে দিনটি একটি সেমিনারের মাধ্যমে থ্যালামাস ইন্সটিটিউট অফ মেডিকেল সাইন্সে নামক ইন্সটিটিউটটিতে সেখানে চিকিৎসা হয়ে সুস্থ হয়ে ওঠা এই মারণ রোগে আক্রান্ত রোগীরা তাদের সুস্থ হয়ে ওঠার কাহিনী আয়োজিত সেমিনারের মাধ্যমে সকলের সামনে তুলে ধরে যাতে বাকি সকলে যারা হয়তো ব্রেন টিউমারে আক্রান্ত তারা আশার আলো ফিরে পায়। এর পাশাপাশি বিশিষ্ট চিকিৎসকেরা কিভাবে ব্রেন টিউমার এর মত মারণ রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায় এবং ব্রেন টিউমার হলে কি কি করণীয় সে বিষয়ে এই সেমিনারে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে।
এদিন প্রদীপ প্রজ্বলন মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট নিউরোসার্জন মলয় চক্রবর্তীর পাশাপাশি শহরের বহু বিশিষ্ট চিকিৎসকেরা। এদিন তারা ওয়ার্ল্ড ব্রেন টিউমার ডে উপলক্ষে তাদের মূল্যবান বক্তব্য সেমিনারের মাধ্যমে সকলের সামনে তুলে ধরে সমাজের কাছে এই মারণ রোগের ও চিকিৎসা সম্ভব তার বার্তা দেওয়ার চেষ্টা করেন।