স্বস্তির বৃষ্টি শহর শিলিগুড়ি ও পার্শ্ববর্তী এলাকায়

স্বস্তির বৃষ্টির শহর শিলিগুড়ি পার্শ্ববর্তী এলাকায়

শিলিগুড়িঃ বেশ কয়েকদিন ধরে প্রচন্ড তাপদাহারের পর অবশেষে স্বস্তির বৃষ্টি শহর শিলিগুড়ি ও পার্শ্ববর্তী এলাকায়।

লাগাতার হাসফাঁস গরম ও সূর্যের উত্তাপে প্রচন্ড গরম অনুভব করছিলো শহরবাসীরা। তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির আশাতে দিন গুনচ্ছিলেন সকলেই। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল আগেই সেই মতো অবশেষে শনিবার দুপুরে কালো মেঘে আচ্ছন্ন হয়ে যায় শিলিগুড়ি আকাশ, পরে মৃদু হওয়া ও ভারী বৃষ্টিতে প্রবল গরম থেকে স্বস্তি পরিবেশ শহরবাসীর মনে।

তবে ভারী বৃষ্টিতে শহরে জল জমার এখনো পর্যন্ত খবর না থাকলেও মৃদু হাওয়া,আকাশের গজরানিতে ভারী বৃষ্টি পাতের হাত রেহাই থেকে রাস্তায় পাশে বিভিন্ন দোকানে আশ্রয় নিচ্ছেন পথচারীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here