সব বিতর্কের অবসান, উদ্বোধন হচ্ছে কোচবিহারের মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের মূর্তি

কোচবিহার: নানান জটিলতা ও দীর্ঘ বিতর্ক কাটিয়ে অবশেষে উদ্বোধনের মুখে কোচবিহারের মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের মূর্তি। কোচবিহার পৌরসভার উদ্যোগে কয়েক মাস আগে এই মূর্তি নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনে মূর্তি স্থাপনের জন্য স্থান নির্ধারণ করে খনন কাজ শুরু হলেও, তা নিয়েই শুরু হয় জটিলতা।

অভিযোগ ওঠে, রাতের অন্ধকারে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা খনন কাজ বন্ধ করে দেয়। বিষয়টি নিয়ে শুরু হয় তীব্র বিতর্ক। পাশাপাশি, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনে মূর্তি বসানোর বিষয়ে অবগত করা হয়নি বলে দাবি করেন মন্ত্রী উদয়ন গুহ। যদিও পরে তিনি স্পষ্ট করেন, মূর্তি স্থাপনে তাঁর কোনো আপত্তি নেই, তবে দপ্তরের মূল গেট থেকে কিছুটা দূরে মূর্তি বসালে দপ্তরের যাতায়াতে সমস্যা হবে না।

এই নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চললেও শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে জট কাটে। এরপর নতুন করে শুরু হয় মূর্তি স্থাপনের প্রস্তুতি।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার অর্থাৎ ১৫ ডিসেম্বর, মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের মূর্তির আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে। উদ্বোধনের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শনে আসেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। তিনি জানান, কোচবিহারবাসীর কাছে এটি অত্যন্ত গর্বের বিষয়। কোচবিহারের রাজা ও রাজপরিবারের প্রতি সম্মান জানিয়েই এই মূর্তি স্থাপন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here