‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-এর নবান্ন অভিযান, সকালেই কোন কোন রাস্তা আটকে দিল পুলিশ? কোথায় পড়ল ব্যারিকেড?

আর জি কর-কাণ্ডে নির্যাতিতার বিচার চেয়ে আজ পুলিশি ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-এর নবান্ন অভিযান ঘিরে উত্তেজনা তুঙ্গে। পুলিশ আগেই জানিয়েছে, এই মিছিলে অনুমতি নেই । যদিও নিজেদের কর্মসূচিতে অনড় সংগঠন। প্রশাসনও তৈরি মিছিল আটকাতে।

৭ ফুট উঁচু উঁচু গার্ডরেল জুড়ে দেওয়া হয়েছে নাট-বল্টু দিয়ে। তার সামনে রাখা হয়েছে বালির বস্তা। এছাড়াও লোহা দিয়ে মাটির সঙ্গে দৃঢ় ভাবে বসিয়ে দেওয়া হয়েছে।

সদস্যদের দাবি, কলেজ স্কোয়ার ও সাঁতরাগাছি থেকে নবান্নের দিকে এগোবে দুটি মিছিল। সেক্ষেত্রে এই এই মিছিল দুটির সম্ভাব্য রুটগুলিকে আটকে দেওয়া হয়েছে। ব্যারিকেড করা হয়েছে সেই রাস্তাগুলি। সেই সঙ্গে নবান্ন-র আশেপাশে গলিগুলির উপরও রাখা হয়েছে নজর। পাছে, বড় রাস্তায় না এসে, গলি দিয়ে না প্রবেশ করতে পারে মিছিল।

কোন কোন রাস্তা বন্ধ ইতিমধ্যেই?

মঙ্গলবার ভোর ৪টে থেকে রাত ১০টা পর্যন্ত, দ্বিতীয় হুগলি সেতু এবং র‍্যাম্প, খিদিরপুর রোড, তারাতলা রোড, ডায়মন্ড হারবার রোড, গার্ডেনরিচ রোড, হাইড রোড, রিমাউন্ট রোড-সহ বেশ কয়েকটি রাস্তায় পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর পাশাপাশি, মধ্য কলকাতার জওহরলাল নেহরু রোড, রানি রাসমণি অ্যাভিনিউ, রেড রোড, মেয়ো রোড, আউট্রাম রোড, খিদিরপুর রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, কুইন্স ওয়ে, ক্যাথিড্রাল রোড, এজেসি বোস রোড-সহ আরও কয়েকটি রাস্তায়, পণ্যবাহী যান চলাচল করবে না বলে কলকাতা পুলিশ জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here