শিলিগুড়িঃ শিলিগুড়ি পুরনিগমের বাসিন্দাদের জন্য পানীয় জলের প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দার্জিলিংয়ে সরস মেলার উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকে ভার্চুয়ালভাবে এই জল প্রকল্পের উদ্বোধন করেন।
এদিনের ভার্চুয়াল উদ্বোধন একটি অনুষ্ঠানের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয় শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে। সেখানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, পুরনিগমের আধিকারিকেরা সহ শিলিগুড়ি মহকুমা পরিষদরের সভাধিপতি অরুণ ঘোষ, চেয়ারম্যান অলোক চক্রবর্তী সহ অন্যান্যরা।
এদিন অনুষ্ঠান শেষে মেয়র বলেন, “শিলিগুড়ি নগরবাসীর জন্যে নিরবচ্ছিন্ন বিশুদ্ধ পানীয় জল সরবরাহের উদ্দেশ্যে ফুলবাড়িতে টেইল রেগুলেটর -এর সম্মুখে নবনির্মিত বিকল্প জল উত্তোলন কেন্দ্রের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন (ভার্চুয়ালি) করলেন পশ্চিমবঙ্গের শ্রদ্ধেয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সাত থেকে আট মাসের মধ্যে শহরের বাসিন্দারা পানীয় জল পাবেন। এই প্রকল্পের জন্য বন দপ্তরের সঙ্গে জমি সমস্যা মিটিয়ে কাজ সম্পন্ন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী এই কাজে আমাদের সবদিক দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।”