শিলিগুড়িতে কিছুদিন আগেই করোনা সংক্রমিত উপসর্গহীন ব্যক্তিদের জন্য শিলিগুড়ি ইনডোর স্টেডিয়ামকে “সেফ হোম” হিসেবে তৈরি করা হয়। বর্তমানে সেখানে রয়েছে উপসর্গহীন বহুমানুষ।
শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামের এই সেফ হাউস তৈরি নিয়ে প্রথম দিন থেকে বিরোধিতা করছেন স্থানীয় ২৯ নং ওয়ার্ড কো-অর্ডিনেটর জয় চক্রবর্তী সহ এলাকাবাসীরা। তবে এবার আবারও সেফ হোমের বর্জ্য পরিষ্কার না হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন শিলিগুড়ি পুরনিগমের ২৯ নং ওয়ার্ডের কো-অর্ডিনেটর তথা শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলী বোর্ডের সদস্য জয় চক্রবর্তী। যদিও পুরনিগমের প্রশাসক মন্ডলীর সদস্য শঙ্কর ঘোষ জানিয়েছেন সেফ হোমের বর্জ্য পরিষ্কার নিয়ে একটি বেসরকারি কোম্পানির সাথে চুক্তি হয়েছে পৌরনিগমের।