শিলিগুড়ি, ৩রা সেপ্টেম্বর: এবছর উত্তরবঙ্গের কলেজ গুলিতে প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া আরম্ভ হয়েছে কিছুদিন আগে থেকেই। এরই মধ্যে শিলিগুড়ি কলেজে অনার্স কোর্সের আগে পাস কোর্সের ভর্তি শুরু হবার ফলে অসুবিধায় পড়তে হচ্ছে বহু ছাত্রছাত্রীদের।
এর প্রতিবাদে আজ ABVP উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ডিসি কে তাদের অভিযোগ জানিয়ে চিঠি প্রদান করেন। তারা বলেন, অনার্স এর আগে পাস কোর্সের ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার ফলে বহু ছাত্রছাত্রীরা যারা অনার্স পড়তে ইচ্ছুক তারা অসুবিধায় পড়ছে। তারা এই সমস্যা সমাধানের জন্য আর্জি জানান ভিসিকে। এদিন কর্মসূচীতে উপস্থিত ছিলেন ABVP উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ইনচার্জ আলোক দেবভুটিয়া, জেলা সংযোজক শুভম গুপ্ত, বাবুল পোদ্দার এছাড়াও KGTM কলেজ এর দেবব্রত রায় ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।









































