প্রায় সাত মাস ধরে চলা করোনা আবহে শিলিগুড়ি তথা পুরো ভারতবর্ষের মানচিত্রে এক ঐতিহাসিক পটভূমির নজির রেখেছে কোভিড-১৯। সেই কঠিন সময়ে সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থা, ক্লাব, মহাবিদ্যালয় এর পক্ষ থেকে ব্লাড ডোনেশন ক্যাম্প গুলো না হওয়ায় সকল ব্লাড ব্যাংক গুলোতে তৈরি হয় রক্তশূন্যতা।
সেই সংকটজনক মুহূর্তে শিলিগুড়ির বিশিষ্ট কিছু সমাজসেবীরা নিজে এবং অন্যদের উদ্বুদ্ধ করে “লায়ন্স ক্লাব শিলিগুড়ি তেরাই ব্লাড ব্যাংক” সংগঠনের পক্ষ থেকে বহু ইউনিট সংগৃহীত রক্ত হাসপাতাল-মেডিক্যাল কলেজেরএর হাতে তুলে দিয়েছেন।
“লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি হিউম্যানিটি” সংস্থার পক্ষ থেকে সংগঠনের কৃতকর্মে উদ্বুদ্ধ হয়ে সংগঠনের চেয়ারম্যান নিরঞ্জন বাবু সহ মূল কান্ডারী সুনন্দা সরকার, সঞ্জয় শাহ্, শুভ্রা সাহা ও ভাস্কর সাহা সকল সদস্যদের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে স্মারক প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি হিউম্যানিটি” সংস্থার সভাপতি সুমন পাল সহ সংস্থার অন্যান্য সদস্যরা। সুমনবাবু জানান “সংগঠনের কর্মসংস্কৃতি খুবই উচ্চ মানের, তাই আমরা আজ তাদের সম্মানিত করলাম। এভাবেই মানবদরদি সংগঠনের পাশে আমরা ছিলাম, আছি ও আগামীতেও থাকবো।”