ফের প্রয়োজনীয় মানুষের স্বার্থে মাস্ক, সাবান বিলি করলেন পুলিশ কর্মী বাপন দাস

ফের চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালে সামনে দাঁড়িয়ে মাক্স স্যানিটাইজর ও সাবান বিলি করতে দেখা গেলো কলকাতা পুলিশ কর্মী বাপন দাসকে

পেশায় কলকাতা পুলিশের বিশেষ শাখার কর্মী ও দমদমের সাংসদ সৌগত রায়ের বডিগার্ড বাপন দাস-কে গত আট মাস ধরে বিভিন্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল গিয়ে বিনে পয়সায় স্যানিটাইজর, মাস্কওসাবান বিলি করে চলেছেন। উত্তরবঙ্গ থেকে কলকাতা মেডিক্যাল কলেজের, আর জি কর, পিজি হাসপাতালে তাঁকে এর আগে দেখা গেছে।

আজ ও তাঁকে একই ভাবে মাক্স স্যানিটাইজর ও সাবান বিলি করতে দেখা যায় চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালে সামনে। এদিন এই কাজে তাঁকে সহযোগিতা করেছেন দমদম এলাকার কিছু কলেজ ছাত্র ছাত্রী। তাদের মধ্যে সোহিনী সরকার, তনয় দাস ও দেবেশ বেরা জানান এক জন পুলিশ কর্মী ব্যক্তিগত উদ্যোগ আমরা সামিল হতে পেরে ভালো লাগছে, এই রকমভাবে সব সরকারি কর্মচারীরা যদি একটু একটু করে উদ্যোগ নিতো ভালো হতো। এবিষয়ে পুলিশ কর্মী বাপন দাস বলেন একটু সচেতন হলেই আমরা করোনা বিরুদ্ধে জয়ী হবোই একটু চেষ্টা প্রতিমাসে আমার মাস মাইনে থেকে একদিন ঠিক সেরে উঠবে দেশ ও বিশ্ব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here