পাহাড়কে শান্ত রাখতে দার্জিলিং-এ মিছিল বিনয়-অনিত পন্থীদের

পাহাড়ে কোনো ভাবে যাতে নতুন করে উত্তপ্ত না হতে পারে সেই উদ্দ্যেশ্যেই নবান্নে বৈঠকে যোগ দিতে কলকাতায় গিয়ে পৌঁছালেন গোর্খা জনমুক্তি মোর্চার বিনয় তামাং।

কিছুদিন আগেই প্রায় ৩ বছর পর জনসমক্ষে আসে বিমল গুরুং তারপর ফের বারেবারে বিমল গুরুংয়ের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বার করে বিনয় – অনিত সমর্থকরা।

এদিন বৈঠকের আগে ফের দার্জিলিং শহরে মিছিল করে পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানানোর পাশাপাশি বিনয় – অনিত পন্থীরা বিমল গুরুং এর বিরুদ্ধে শ্লোগান দেন বলেই জানা গিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here