শিলিগুড়ি-জলপাইগুড়ি রোডের কালিয়াগঞ্জ বাজারে মুখোমুখী সংঘর্ষ একটি চার চাকার গাড়ি ও ইরিক্সার

আজ সকালে একটি ছোট চার চাকা গাড়ি ও একটি ই-রিক্সা মুখোমুখি সংঘর্ষে আহত দুইপক্ষের ৫জন।

স্থানীয় সুত্রে খবর, এদিন আহতদের তারাই উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন৷ সাতসকালের এই দুর্ঘটনার ফলে জলপাইগুড়ি শিলিগুড়ি রোডের কালিয়াগঞ্জ বাজারে সৃষ্টি হয় ব্যাপক যানজটের।

জানা গিয়েছে, এদিন জলপাইগুড়ি থেকে শিলিগুড়িরদিকে যাচ্ছিল একটি ছোট চারচাকার গাড়ি উল্টদিকে কালিয়াগঞ্জ থেকে তিন রোগীকে নিয়ে জলপাইগুড়ি হাসপাতালের দিকে আসছিল একটি ই-রিক্সা হঠাৎই কালিয়াগঞ্জ বাজারের একটু আগে চার চাকাগাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ই-রিক্সকে সামনে থেকে ধাক্কা মারে। ই-রিক্সাতে থাকা তিন যাত্রী গুরুতর আহত হন এছাড়াও চার চাকাগাড়িতে থাকা দুই যাত্রীও আহত হন। এরপরই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা এবং আহতদের উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। তবে আহতদের নাম ও পরিচয় জানা যায়নি বলেই জানা গিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here