অজ্ঞাত পরিচয় মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়ালো মহম্মদ বক্স এলাকায়।
সাত সকালে তিস্তা ক্যানেলে মাছ ধরতে গিয়ে একটি মৃতদেহ ভাসতে দেখেন ফাঁসিদেওয়া মহম্মদ বক্স এলাকার মহম্মদ শাহাজাহান। দূর থেকে দেখেই, তিনি তরিঘরি ক্যানেল পাড়ে ফিরে আসেন। খবর দেন থানায়। ঘটনাস্থলে ফাঁসিদেওয়া থানার পুলিশ এসে, মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহটির গলা কাটা অবস্থায় রয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান খুন করেই, নদীতে ফেলে দেওয়া হয়েছে।