আজ বিকেল ৪টা নাগাদ সোনাখালি জঙ্গল লাগোয়া লোকালয় থেকে উদ্ধার হল আনুমানিক ১১ ফুটে লম্বা অজগর।
জানা গিয়েছে,এদিন সোনাখালী ফরিদুল ইসলাম নামে জনৈক ব্যক্তির চাষের জমিতে হঠাৎই ঐ অজগরটি চলে আসে।এরপর এই খবর ছড়িয়ে পড়তেই অজগর দেখতে প্রচুর মানুষ ভীড় জমায় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এদিন এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় সোনাখালী বিটের বনকর্মীরা এবং অজগরটিকে উদ্ধার করে নিয়ে যায়।বনদপ্তর সুত্রে খবর,অজগর টি সুস্থ থাকায় তাকে ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।