চলতি ডিসেম্বর মাসের মাঝ পর্যায়ে এসে হাড় কাঁপানো শীতকে কাবু করতে সকলেরই প্রয়োজন হচ্ছে টুপি চাদর সোয়েটার ও সর্বোপরি কম্বলের আর এই শীতে প্রতিবছরই লক্ষ করা যায় দুস্থ মানুষগুলো অসহায়তা কারো পরনের সোয়েটার এর অভাব দেখা দিলে কারো বা দেখা যায় বাড়িতে কম্বলের অভাব। আজ তাদের কথাই মাথায় রেখে শিলিগুড়ির গুলমা চা বাগান এলাকার দুস্থ চা শ্রমিকদের হাতে কম্বল তুলে দিল রোটারি ক্লাব,শিলিগুড়ি মিডটাউন ও ইনার হুইল ক্লাব শিলিগুড়ি মিডটাউন ।একই সাথে এই মহৎ উদ্যোগে সহযোগিতার হাত বাড়ায় শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবও।
জানা গিয়েছে,এদিন ক্লাবের সদস্যরা গুলমা চা বাগান এলাকায় পৌঁছে এলাকার একশো-রও বেশি শ্রমিক পরিবারের হাতে এই কম্বল গুলি তুলে দেয়। শুধু কম্বল তুলে দেওয়াই নয় একই সাথে এলাকার দুঃস্থ মানুষদের জন্য এদিন খাবারের ব্যবস্থাও করা হয় আয়োজক সংস্থার পক্ষ থেকে।এদিনের এই অনুষ্ঠানে দুস্থ শ্রমিকদের হাতে কম্বল গুলি তুলে দেন রোটারী ক্লাব অব শিলিগুড়ির মিডটাউনের সভাপতি প্রভীন আগারওয়াল, ইনার হুইল ক্লাব শিলিগুড়ি মিডটাউনের সভাপতি ববিতা আগারওয়াল এবং শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সম্পাদক অংশুমান চক্রবর্তী যুগ্ম সম্পাদক সব্যসাচী ভট্টাচার্য সহ জার্নালিস্ট ক্লাবের কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা।