দীর্ঘদিন ধরেই নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরে চোলাই মদ বিক্রির অভিযোগ উঠে আসছে, বারংবার পুলিশের অভিযান চালিয়ে মেলেনি কোনো সুরাহা। কিন্তু বিধানসভা ভোট এগিয়ে আসতেই নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন।
সোমবার নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরে এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু দেশী ও বিদেশী মদ এবং রাজু তামাং নামে এক যুবককে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,আসন্ন নির্বাচন ও দোলের আগে এই অভিযান লাগাতার চলবে। এদিন ধৃতকে আদালতে তোলা হয়।