আজ শিলিগুড়ি দার্জিলিং মোড়ের চেতনা কুষ্ঠ আশ্রমের আবাসিকদের সাহায্যার্থে এগিয়ে এলো হাজরা ইন্টারন্যাশনাল যোগা ন্যাচারোপ্যাথি কলেজ এবং হাসপাতাল।
জানা গিয়েছে, এদিন সংস্থার পক্ষ থেকে চেতনা কুষ্ঠ আশ্রমের বসবাসকারী বেশ কয়েকজন আবাসিকদের হাতে কিছু শুকনো খাবার এবং একটি করে বিছানার চাদর তুলে দেওয়া হয়। এদিন সংস্থার কর্ণধার শিব হাজরা এদিন এই খাবার এবং চাদরটি তুলে দেন আবাসিকদের হাতে।
এদিকে এদিন খাবার ও চাদর পেয়ে খুশি ওই আশ্রমে বসবাসকারী আবাসিকরা।