আজ সকালে শিলিগুড়ি শহর লাগোয়া ভবেশ মোড় এলাকায় বিজেপির ১৯ নং ডাবগ্রাম ফুলবাড়ি বিধান সভার কার্যালয়ে বিজেপির প্রার্থী শ্রীমতি শিখা চ্যাটার্জী মহাশয়াকে স্বাগত জানানো ও সম্বর্ধনা দেওয়া হয়।
মূলত, এই বিধান সভার সকল স্তরের কার্য কর্তাদের উপস্থিতি সে শিখা চ্যাটার্জিকে সংবর্ধনা এবং স্বাগত জানানো হয় এবং বিধানসভার লড়াইয়ে শামিল হওয়ার জন্য। শুক্রবার প্রথমে ভবেশ মোড়ের দলীয় কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠান এরপর একটি বৈঠক করা হয়। বৈঠক শেষে একটি ডিজিটাল ট্যাবলোর সূচনা করেন বিজেপির ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার আহবায়ক প্রসেনজিৎ পাল এবং শিখা চ্যাটার্জী।
এদিন ট্যাবলো উদ্বোধনের পর শিখা চ্যাটার্জী বেরিয়ে পড়েন ভোটের প্রচারে। ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার ইস্টার্ন বাইপাস পার্শ্ববর্তী এলাকায় অলি গলিতে ঘুরে বেড়ান বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জী। হাতজোড় করে সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি একদা তৃণমূলে থাকা লড়াকু এই নেত্রী তৃণমূলের নানান অপশাসন এবং দুর্নীতির বিষয়ে সাধারণ মানুষের কাছে নানান বিষয় তুলে ধরে বিজেপিকে ভোট দেওয়ার অনুরোধ করেন।