কোচবিহারের দিনহাটা বিজেপি মন্ডল সভাপতি অমিত সরকারের রহস্যজনক মৃত্যুর ঘটনার পূর্নাঙ্গ তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে রায়গঞ্জ শহরে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি।
প্রসঙ্গত,বুধবার দিনহাটায় বিজেপি নেতা অমিত সরকারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়।বিজেপির অভিযোগ তৃনমূলের দুস্কৃতীরা তাঁকে খুন করে ঝুলিয়ে দিয়েছে। যেমনভাবে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ বিধানসভার বিজেপি বিধায়ককে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। তাই তাদের অভিযোগ তৃনমূল আশ্রিত দুস্কৃতীদের গ্রেপ্তার ও ঘটনার পূর্নাঙ্গ তদন্তের দাবিতে এদিন রায়গঞ্জ শহরের নেতাজী সুভাষ রোড অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি।
এবিষয়ে বিক্ষোভকারী বিজেপি যুব মোর্চার জেলা সহ সভাপতি অভিজিৎ রায় জানিয়েছেন, রাজ্যের শাসক দল তৃনমূল কংগ্রেস কয়েকশো বিজেপি কার্যকর্তা ও কর্মীদের খুন করে চলেছে। দিনহাটায় বিজেপি নেতা অমিত সরকারকে খুন করে ঝুলিয়ে দিয়েছে তৃনমূল আশ্রিত দুস্কৃতীরা। এই ঘটনার পূর্নাঙ্গ তদন্ত করে দোষীদের গ্রেপ্তারের দাবিতে রায়গঞ্জ শহরে পথ অবরোধ কর্মসূচি পালন করা হল।









































