সামনেই নির্বাচন, তারমধ্যে ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ, তবে রাজ্যে এখনই লকডাউন নয়।

রাজ্যের করোনা পরিস্থিতি ফের চিন্তা বাড়াচ্ছে। ফের বেড়েছে দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৭৭ জন। নয়া এই আক্রান্তের মধ্যে ৮৩ জনই শহর কলকাতার বাসিন্দা। নিউ নর্মালে এখন সব কিছু স্বাভাবিক ছন্দে ফিরেছে। তবে এরই মধ্যে দেশের বেশ কয়েকটি রাজ্যের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক আকার নিতে শুরু করেছে। সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ আকার না নিলেন বাংলার করোনাগ্রাফ কিন্তু ঊর্ধ্বমুখী।

রাজ্যে দৈনিক সংক্রমণ ফের বেড়েছে। রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৭৭ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৫,৭৭,৭৮৮। রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১০,২৮৭ জন। নিউ নর্মাল পরিস্থিতিতে দেশের একাধিক রাজ্যে করোনার সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে।

মহারাষ্ট্র,পঞ্জাব,কেরালা,তেলেঙ্গানা-সহ একাধিক রাজ্যে করোনার সংক্রমণ বাড়ছে। করোনা মোকাবিলায় ইতিমধ্যেই মহারাষ্ট্রের নাগপুরে লকডাউন জারি করা হয়েছে। গোটা রাজ্যেই লকডাউন জারির ভাবনা-চিন্তা শুরু করে দিয়েছে রাজ্য সরকার। একইভাবে দক্ষিণের রাজ্য কেরলেও সংক্রমণ উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। পাঞ্জাব, তেলেঙ্গনাতেও ছড়াচ্ছে সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের তরফে নিমিতভাবে রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। করোনা মোকাবিলায় আরও কী কী পদক্ষেপ করা যেতে পারে তা নিয়ে চলে আলোচনা।

একদিকে, দেশে জোরকদমে চলছে করোনার টিকাকরণ অভিযান। প্রথম পর্বের টিকাকরণ শুরু হয়েছিল গত ১৬ জানুয়ারি থেকে। টিকাকরণের প্রথম পর্বে দেশের ৩ কোটি ফ্রন্টলাইন ওয়ার্কারকে টিকা দেওয়া হয়েছে। চিকিৎসক, নার্স-সহ অন্য স্বাস্থ্যকর্মী ও দেশের নিরাপত্তাবাহিনীর সদস্যদের টিকাকরণের আওতায় আনা হয়েছে। বর্তমানে দেশে দ্বিতীয় পর্বের টিকাকরণ অভিযান চলছে। টিকাকরণের এই পর্বে ষাটোর্ধ্ব প্রবীণ নাগরিক ও ৪৫ বছরের উপরের ব্যক্তিদের টিকা দেওয়া হচ্ছে।

এই আবহেই রাজ্যে-রাজ্যে ছড়াচ্ছে সংক্রমণ। বাংলাতেও করোনার সংক্রমণের দৈনিক হার ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ২৭৭ জন। তাঁদের মধ্যে ৮৩ জন কলকাতার। কলকাতার পরেই সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। একদিনে সংক্রমিত এই জেলার ৭১ জন। দৈনিক সংক্রমণের নিরিখে রাজ্যে তৃতীয় স্থানে হাওড়া। নতুন করে হাওড়ার ২৬ জন করোনা আক্রান্ত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here