ঠাকুর পঞ্চানন বর্মা সম্মান যাত্রায় ট্যাবলো জলপাইগুড়ি শহরে।

রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার সম্মান যাত্রার ট্যাবলো বৃহস্পতিবার জলপাইগুড়ি শহরে।

জানা গিয়েছে,এদিন বিজেপির তপশিলি মোর্চার উদ্যোগে রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার সম্মান যাত্রার ট্যাবলো কোচবিহার থেকে রওনা হয়ে জলপাইগুড়ি পৌচ্ছায়। বিজেপি দল সূত্রে খবর, বিজেপির সাংগঠনিক জলপাইগুড়ি জেলার ৭টি বিধানসভা কেন্দ্রে সহ কোচবিহার জেলার মেখলিগঞ্জ মোট ৮ টি বিধানসভায় ঘুরবে এই ট্যাবলো।

এবিষয়ে ভারতীয় জনতা তপশিলি মোর্চার নেতৃত্বরা জানিয়েছেন রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার সম্মান যাত্রার মাধ্যমে রাজবংশী জনজাতিকে সম্মান জানানো হচ্ছে। পাশাপাশি আর্থ সামাজিক দিক থেকে পিছিয়ে পড়েছে এই জনজাতি। ঠাকুর পঞ্চানন বর্মার নীতি আদর্শকে সামনে রেখে রাজবংশী দের রাজনৈতিক দিক থেকে জাগ্রত ও সচেতন করার প্রচার চলছে। পাশাপাশি আগামীদিনে বিজেপির সমস্ত প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here