আসন্ন নির্বাচনে রাজগঞ্জ বিধানসভায় সংযুক্ত মোর্চার পক্ষে সিপিআইএম প্রার্থী শ্রমিক নেতা রতন কুমার রায়ের সর্মথনে বৃহস্পতিবার কর্মীসভা অনুষ্ঠিত হল রাজগঞ্জে।
জানা গিয়েছে, এবারে রাজগঞ্জ বিধানসভার সংযুক্ত মোর্চার প্রার্থী রতন কুমার রায় একজন চা শ্রমিক। এদিনের কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সাংসদ প্রদীপ ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন সলিল আচার্য, নির্মল ঘোষ দস্তিদার সহ প্রমুখ।
এদিন কর্মীসভায় উপস্থিত নেতৃত্বরা দলীয় নেতাকর্মীদের সংঘর্ষ বদ্ধ হয়ে ভোটে লড়াই করতে উৎসাহিত করেন।