বিজেপি দলীয় পতাকা ছিড়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল শহর জলপাইগুড়িতে। অভিযোগের তীর তৃণমূলের দিকে।
জানা গিয়েছে, সোমবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের মোহিত নগরের গোল ঘুমটি এলাকায়। বিজেপির অভিযোগ, তৃণমূলের পায়ের নিচে মাটি সরে গিয়েছে। এই কারণে নিজেদের হার বুজেই বিজেপি দলীয় পতাকা পুড়িয়ে দিচ্ছেন। এই ভাবে বিজেপিকে আটকানো যাবে না।এদিকে তৃণমূলের পাল্টা দাবি, বিজেপি প্রার্থী ঘোষণার পরেই নিজেদের মধ্যে গণ্ডগোল প্রকাশ্যে এসেছে। পার্টি অফিস ভাঙচুর, দলীয় নেতাদের ছবি পুড়িয়ে দেওয়ার ছবি প্রকাশ্যে এসেছে। মোহিত নগরের ঘটনা নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব বলে জানালেন যুব তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক অজয় সাহা।
এদিকে বিজেপি জেলা সহ সভাপতি অলোক চক্রবর্তী বলেন,” মোহিত নগরে আমাদের দলীয় পতাকা পুড়িয়ে দেওয়া হয়।এবিষয়ে নির্বাচন কমিশন ও থানায় অভিযোগ করা হয়েছে।” এদিকে এদিন ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়ে জাতীয় সড়ক অবরোধ করলেন বিজেপি নেতা ও কর্মীরা। এরপর পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।