শোভাযাত্রার মাধ্যমে মনোনয়নপত্র জমা দিলেন মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী রাজেন সুন্দাস।

মনোনয়ন পত্র জমা দিলেন মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজেন সুন্দাস।

প্রসঙ্গত, প্রথমে মনোনয়নপত্র ঘোষণার সময় মাটিগাড়া- নকশালবাড়ির বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ক্যাপ্টেন নলিনী রায়ের নাম ঘোষণা করা হয় ইতিমধ্যে তিনি প্রচার ও সেরেছেন অনেক জায়গায়। এর পর হঠাৎই তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী বদল করে ক্যাপ্টেন নলিনি রায়ের জায়গায় মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে ঘোষণা করেন রাজেন সুন্দাসকে। এরপরেই রাজেনবাবু আজ ক্যাপ্টেন নলিনি রায় সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য কর্মীদের সঙ্গে শোভাযাত্রার মাধ্যমে মনোনয়নপত্র জমা করেন। এদিন প্রার্থী বাতিল হওয়ার বিষয়ে ক্যাপ্টেন নলিনি রায় কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের দলীয় নেত্রী তথা সুপ্রিমো মমতা ব্যানার্জি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন তাই তিনি একজন তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে তা মাথা পেতে মেনে নিয়েছেন। এর পাশাপাশি প্রার্থী বদল হওয়াতে জয় লাভের উপরে প্রভাব পড়বে কিনা সে বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, প্রার্থী বদলের জন্যে জয়লাভে কোনো প্রভাব পড়বে না এবং তিনি জয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী বলেই এদিন জানান।

জানা গিয়েছে, এদিন এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জন সরকার, নলিনী রঞ্জন রায়, তৃণমূল নেত্রী শান্তা ছেত্রী, বিশাল ছেত্রী সহ প্রচুর কর্মী-সমর্থকরা। শোভাযাত্রায় ঢোল, ধামসা-মাদলের তালে উচ্ছাসে মাতেন কর্মী-সমর্থকরা।এছাড়াও ‘খেলা হবে’ শ্লোগান তোলেন নেতা-কর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here