আক্রান্ত প্রাক্তন ক্রিকেটার তথা ময়নার প্রার্থী অশোক দিন্দা।
সূত্র মারফত জানা গিয়েছে, আজ তিনি দলীয় প্রচার করতে নিজের কেন্দ্র ময়নায় গিয়েছিলেন। সেখানে ৫০থেকে ৬০জনের একটি দল তাঁর গাড়িকে ঘিরে ধরে পাথর ছুঁড়তে শুরু করে। পাথরের আঘাতে গাড়িটির ক্ষতি হয়েছে। দিন্দাও ঘাড়ে ও পিঠে আঘাত পেয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। অভিযোগের তীর তৃণমূলের দিকে।
যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। গোটা ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।