প্রদেশ কংগ্রেস নেত্রী দীপা দাসমুন্সীর নেতৃত্বে বুধবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মহকুমার পাঁচজন সংযুক্ত মোর্চার প্রার্থী সুবিশাল র্যালি করে মনোনয়ন পত্র দাখিল করলেন। রায়গঞ্জ কর্নজোড়ায় জেলা রিটার্নিং অফিসার তথা জেলাশাসকের দপ্তরে, রায়গঞ্জ মহকুমাশাসকের কাছে আজ মনোনয়ন দাখিল করলেন রায়গঞ্জ বিধানসভার কংগ্রেস প্রার্থী দুবারের বিধায়ক মোহিত সেনগুপ্ত, করনদিঘীর ফরওয়ার্ড ব্লক প্রার্থী হাফিজুল ইকবাল, ইটাহারের সিপিআই প্রার্থী বামফ্রন্ট সরকারের প্রাক্তন মন্ত্রী ডঃ শ্রীকুমার মুখার্জি, কালিয়াগঞ্জের কংগ্রেস প্রার্থী প্রভাস সরকার, হেমতাবাদের সিপিআইএম প্রার্থী ভূপেন্দ্র নাথ বর্মন। বাম-কংগ্রেস, আইএসএফ সহ সংযুক্ত মোর্চার পক্ষে প্রদেশ কংগ্রেস নেত্রী দীপা দাসমুন্সী এই ৫ জন প্রার্থী এবং বাম-কংগ্রেস ও আই এস এফ এর কর্মীদের নিয়ে বিশাল র্যালি করে রায়গঞ্জ শহরে। শহরের দেবীনগর কালীবাড়ি থেকে কয়েক হাজার বাম-কংগ্রেস জোটের কর্মী সমর্থকেরা রায়গঞ্জ শহরের রাজপথ পরিক্রমা করে শিলিগুড়ি মোড়ে গিয়ে তাদের বর্নাঢ্য মনোনয়ন পদযাত্রা শেষ করে। সংযুক্ত মোর্চার প্রার্থীদের এই মনোনয়ন মিছিলে কর্মী সমর্থদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায়। প্রদেশ কংগ্রেসের সাধারন সম্পাদিকা দীপা দাসমুন্সী জানিয়েছেন, মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আজ এসেছেন, যে জনজোয়ার আজ দেখা গিয়েছে তাতে আমি ভীষণ আশাবাদী সংযুক্ত মোর্চার প্রার্থীরা জয়লাভ করবে। এদিনের রায়গঞ্জ কর্নজোড়ায় সংযুক্ত মোর্চার প্রার্থীদের মনোনয়নকে ঘিরে জেলা প্রশাসনিক কার্যালয় চত্বর কার্যত নিরপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছিল।