রবিবার সকালে শিলিগুড়ি শহর সংলগ্ন উত্তরায়ন টাউনশিপ এ ভোটের প্রচার সারলেন শিলিগুড়ির বিজেপি প্রার্থী শংকর ঘোষ।
মূলত, প্রতিদিন সকাল থেকে রাত শিলিগুড়ি বিধান সভার প্রতিটি এলাকায় চষে বেড়াচ্ছেন শংকর বাবু। শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে ইতিমধ্যেই করে ফেলেছেন জনসংযোগ যাত্রা। এবার শঙ্করবাবু টার্গেট আবাসন গুলি। শিলিগুড়ি শহর এবং পার্শ্ববর্তী এলাকায় সম্প্রতিকালে গড়ে উঠেছে প্রচুর আবাসন। আর ওই আবাসন এলাকায় ভোট কম নয়। শিলিগুড়ি শহরে এবার শংকর বাবু ভোটে দাঁড়িয়েছে তার রাজনৈতিক গুরু সিপিআইএম প্রার্থী অশোক ভট্টাচার্যের বিরুদ্ধে। অপরদিকে শঙ্করবাবু প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ওম্প্রকাশ মিশ্রার বিরুদ্ধে। লড়াই হালকা নয় ভেবেই এক মিনিট সময় নষ্ট করছেন না শংকর বাবু।
শিলিগুড়ি শহরের অলিগলিতে ঘুরে ঘুরে ভোটভিক্ষার পাশাপাশি,এবার রবিবার ছুটির দিনে আবাসন এলাকাতে গিয়ে হাত জোড় করে পরিচয় সেরে ভোটভিক্ষা করলেন শংকর ঘোষ। শঙ্করবাবু আশাবাদী গোটা রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতেও এবার ক্ষমতায় আসবে বিজেপি।