দার্জিলিং জেলার মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী আনন্দময় বর্মন রবিবাসরীয় প্রচারে বেরিয়ে পড়লেন সকাল সকাল। তবে আনন্দময় বাবু মাটিগাড়া নকশালবাড়ির শহর বা গ্রামাঞ্চলের নয়, সোজা ছুটে গেলেন চা বাগানে।
মূলত, মাটিগাড়া নকশালবাড়ি আসনটি কংগ্রেসের দখলে।এলাকার সদ্য প্রাক্তন বিধায়ক শংকর মালাকার এবারেও সিপিএম কংগ্রেস জোটের প্রার্থী হয়েছেন। অপরদিকে তৃণমূল কংগ্রেস এবং গোর্খা জনমুক্তি মোর্চা প্রার্থী করেছে রাজেন সুনদাস কে। একদিকে কংগ্রেস। অপরদিকে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে লড়াই।ফলে প্রচারের কোনরকম খামতি রাখতে চাইছেন না বিজেপি প্রার্থী আনন্দময় বাবু।
জানা গিয়েছে, এদিন সকাল সকাল মোহরগাঁও চা বাগানের কর্মীরা যখন পাতা তুলছিলেন তখন চলে গেলেন সোজা বাগানের ভেতরে। চা পাতা তোলার সময় শ্রমিকদের সাথে কথা বলে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় এর পাশাপাশি অভাব অভিযোগ শুনে জয়লাভ করলে তা মেটানোর আশ্বাস দেন তিনি।