সাতসকালে ২২ নম্বর ওয়ার্ডে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে প্রচার সারলেন অশোক ভট্টাচার্য

আগামী ১৭ই এপ্রিল ভোট উত্তরবঙ্গের দার্জিলিং জেলায়। ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক দলগুলির প্রচারের পারদ তুঙ্গে। দার্জিলিং জেলার শিলিগুড়ি বিধানসভা আসনের এবারের কংগ্রেস সিপিএম জোট প্রার্থী অশোক ভট্টাচার্য। অশোক বাবুর বিরুদ্ধে বিজেপি এবার প্রার্থী করেছে তারই দীর্ঘদিন কালের ছায়াসঙ্গী সিপিএম থেকে বিজেপিতে যোগদান করা শংকর ঘোষকে। অপরদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছি ওম প্রকাশ মিশ্রকে।

এদিকে অশোক বাবু চেষ্টা চালাচ্ছেন পুনরায় তাঁর আসন টিকে দখল রাখার। রবিবাসরীয় প্রচারে অশোকবাবু শিলিগুড়ি পুরো নিগমের ২২নম্বর ওয়ার্ডে সকালবেলায় করলেন মিছিল এবং ভোট ভিক্ষা। জানা গিয়েছে, এদিন শিলিগুড়ি পুরো নিগমের ২২ নম্বর ওয়ার্ডের রথখোলা মাঠ থেকে লালপতাকায় মোরা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ওই বর্ণাঢ্য শোভাযাত্রা থেকেই হাত নেড়ে শুভেচ্ছা বিনিময়,হাতজোড় করে ভোট ভিক্ষা করেন। জেতার বিষয়ে আশাবাদী অশোকবাবু।

এদিন এবিষয়ে তিনি বলেন, দীর্ঘদিন শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র ছিলেন। শহরের মানুষের জন্য নানান কাজ করেছেন তিনি।পাশাপাশি শহরের উন্নয়নের জন্য নানান প্রকল্পকে করেছেন বাস্তবায়িত। আর সেই কারণেই জয় তার নিশ্চিত বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here