জলপাইগুড়ির পরিস্থিতি খুব জটিল হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন করোনা বিষয়ক উত্তরবঙ্গের স্পেশাল অফিসার ডাঃ সুশান্ত রায়।
এদিন একটি সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, সম্প্রতি করোনা পরিস্থিতি যেভাবে বাড়ছে, তাতে এখন থেকেই যদি আমরা সতর্ক না হই তাহলে এবার ফের ভয়াবহ আকার ধারণ করতে পারে করোনা মহামারী। করোনা নিয়ে এই অশনি সঙ্কেতের কথা জানিয়ে ডাঃ সুশান্ত রায় বলেন, নির্বাচনী প্রচারে বিভিন্ন রাজনৈতিক দলগুলো স্বাস্থ্য দফতরের নিয়ম মেনে না চললে আগামীদিনে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়তে হবে জলপাইগুড়ি জেলাবাসীকে।
তিনি আরও জানান, জেলা স্বাস্থ্য দপ্তরের সমীক্ষা অনুযায়ী করোনা পজিটিভ রোগীর সংখ্যা প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এজন্য সকলকেই ভাল মাস্ক পড়ার পরামর্শ দেন ডাঃ সুশান্ত রায়।