করোনা সংক্রমণের হার বাড়তে থাকায় রাজ্যে আর বড় জনসভা করবে না বিজেপি৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ সব বিজেপি নেতাদের জনসভাই সর্বোচ্চ ৫০০ জনকে নিয়ে হবে বলে জানানো হয়েছে দলের তরফে৷
এদিন এই বিবৃতি জারি করে দলের তরফে বলা হয়েছে, ‘পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি নেতারা যে জনসভাগুলি করবেন, সেগুলিতে সর্বোচ্চ ৫০০ জনের বেশি মানুষের জমায়েত না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ খোলা জায়গায় সমস্ত করোনা বিধি মেনে এই সভাগুলি আয়োজন করা হবে৷ ‘বিবৃতিতে আরও জানানো হয়েছে, দলের সভাপতি জে পি নাড্ডার নির্দেশ মেনে প্রতিটি রাজ্যেই করোনা হেল্প ডেস্ক এবং করোনা হেল্পলাইন নম্বর চালু করা হবে৷ শুধুমাত্র পশ্চিমবঙ্গেই ৬ কোটি মাস্ক এবং স্যানিটাইজার বিলি করা হবে৷ পশ্চিমবঙ্গে এখনও তিন দফার নির্বাচন বাকি৷ রাজনৈতিক দলগুলির মধ্যে
মূলত, সিপিএম প্রথম ঘোষণা করে, রাজ্যে আর বড় জনসভা করবে না তারা৷ রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কলকাতায় কোনও বড় কোনও সভা বা পদযাত্রা করবেন না৷ কংগ্রেস নেতা রাহুল গাঁধিও জানিয়ে দিয়েছেন, করোনার কথা মাথায় রেখেই রাজ্যে আর প্রচারে আসবেন না তিনি৷ তবে বিজেপি-র তরফে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর কোনও কর্মসূচিই বাতিল করা হয়নি৷ তার বদলে সীমিত সংখ্যক মানুষ নিয়ে ছোট জনসভা করার সিদ্ধান্ত নিয়েছে দল৷