ছাগল চোর সন্দেহে গণপিটুনির স্বীকার হলেন এক যুবক। জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের হাসপাতাল পাড়ার ঘটনা।
স্থানীয় সূত্রে খবর, এলাকায় দীর্ঘদিন ধরেই একের পর এক বাড়ি থেকে ছাগল চুরি হচ্ছিলো। পুলিশ সূত্রে জানা যায়,খোলোই গ্রাম এলাকার ওই যুবক এদিন ছাগল চুরি করতে এসে গ্রামবাসীদের কাছে হাতেনাতে ধরা পড়ে। উত্তপ্ত এলাকাবাসী ইলেক্ট্রিকের খুটিতে বেঁধে গণপিটুনি দেন। রীতিমতো এলাকায় চাঞ্চল্য তৈরি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ধুপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন এবং ধৃত যুবককে আটক করে থানায় নিয়ে যায়। গোটা ঘটনার তদন্ত করছেন ধুপগুড়ি পুলিশ।









































