এ এক অভিনব উদ্যোগ। পোল্ট্রি ফার্মে কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করেছে ধূপগুড়ির গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের দক্ষিন ঝাড় আলতাগ্রাম এলাকার ভিনরাজ্য ফেরত বেশ কয়েকজন যুবক।
জানা গিয়েছে, এর আগের করোনা চলাকালীন বাড়ি ফিরেছিলেন তারা। সেইবার প্রশাসনের তরফে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু এবছর তারা নিজেদের উদ্যোগে একটি পোল্ট্রি ফার্মে হোম কোয়ারেন্টাইন তৈরি করে রয়েছেন। মূলত, গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের ওই পাঁচজন যুবক মুম্বাইয়ে শ্রমিকের কাজ করতেন। গত বুধবার তারা গ্রামে ফেরেন। এর পর তারা সিন্ধান্ত নেন বাড়ির পাশে পোল্টি ফার্মে হোম কোয়ারেন্টাইন হয়ে থাকার।
তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরিবার ও গ্রামবাসীরা।