এক মিনিটের ঘূর্ণিঝড়ে তছনছ হয়ে গেল প্রসাদনগরের বিস্তীর্ণ এলাকা।
জানা গিয়েছে, এদিন বিকেল চারটে নাগাদ এই ঘূর্ণিঝড় আঘাত হেনেছে হালিশহর পুরসভার হাজিনগর ও প্রসাদনগর এলাকায়। ভেঙে গিয়েছে বেশকিছু কাঁচা বাড়ি, উপড়ে গেছে কয়েকটি গাছ, উড়ে গেছে টিনের চাল।
যশ আসার আগেই এই হঠাৎ ঘূর্ণিঝড়ে হতচকিত হয়ে পড়েন এলাকার মানুষ। ঘটনাস্থলে পৌঁছেছে বীজপুর থানার পুলিশ।











































