কন্যাসন্তান খুনের অভিযোগে আটক বাবা, মধ্যযুগীয় বর্বরতায় শিলিগুড়িতে চাঞ্চল্য!

শিলিগুড়ি: শিলিগুড়ি শহরের ৪৩ নম্বর ওয়ার্ডের প্রকাশনগরে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। সাড়ে তিন মাসের কন্যাসন্তান খুনের অভিযোগে আটক করা হয়েছে শিশুটির বাবা রাহুল মাহাতোকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই বছর আগে বিহারের বাসিন্দা প্রিয়াঙ্কা কুমারীর সঙ্গে রাহুল মাহাতোর বিয়ে হয়। তাঁদের ঘরে জন্ম নেয় কন্যাসন্তান অমৃতা মাহাতো। অভিযোগ, মেয়ে জন্মানোর পর থেকেই প্রিয়াঙ্কা নানাভাবে শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার হন। পরিবারের পক্ষ থেকেও শিশুকন্যাকে কেউ গ্রহণ করেনি বলে দাবি উঠেছে।

প্রিয়াঙ্কার পরিবারের অভিযোগ, কন্যাসন্তান হওয়া নিয়ে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। অবশেষে গত ভোররাতে অমৃতাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে দাবি তাঁদের।

এরপর আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরপরই অভিযুক্ত বাবা রাহুল মাহাতোকে আটক করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানায় নিয়ে যায় পুলিশ।

পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় মহলে নেমেছে শোকের ছায়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here