কৃষি আইন বাতিলের দাবিতে ৬ মাস আগে দিল্লি হরিয়ানা সীমান্তে আন্দোলনে নামে কৃষক ও সংযুক্ত মোর্চার সমর্থকেরা তাই সেই দিনটি স্মরণ করে বুধবার সারা দেশের পাশাপাশি শহর শিলিগুড়িতে পালন হয় কালা দিবস।
এদিন শিলিগুড়ির হিলকার্ড রোডে অনিল বিশ্বাস ভবনের সামনে বাম শ্রমিক সংগঠন সিটুর পক্ষ থেকে কালো পতাকা ও প্লাকাট নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব হয়। সিটু নেতা সমন পাঠক সহ দার্জিলিং জেলা নেতা কর্মীরা কৃষকদের সমর্থন ও সংক্রমণ কালে ভ্যাকসিন নিয়ে সাধারণ মানুষের অসুবিধা নিয়ে স্লোগান দেওয়া হয়।
অন্য দিকে, এসউসিআই শিলিগুড়ি দলীয় কার্যলয়ে এসউসিআই নেতা ও কর্মীরা কৃষক আন্দোলনের সমর্থনে পাশাপাশি আন্দোলন মৃত আন্দোলনকারীদের প্রতি শহিদ বেদীতে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন এদিন।









































