করোনা মোকাবিলায় করোনা রোগীদের পাশে দাঁড়িয়েছেন জলপাইগুড়ির শর্মা দম্পতি!

করোনার মোকাবিলায় পথে নামলেন দম্পতি। দুস্থদের খাদ্য সামগ্রী তুলে দেওয়া থেকে অক্সিজেন সিলিন্ডার নিয়েও ছুটছেন জলপাইগুড়ির শর্মা দম্পতি।

মানুষ মানুষের জন্যে! জলপাইগুড়ি পান্ডাপাড়া দিশারী নার্সিং ট্রেনিং সেন্টরের কর্ণধার তথা বিশিষ্ট সমাজসেবী শান্তনু শর্মা এই কথাটিকে মূলমন্ত্র বানিয়ে দিনরাত ছুটছেন করোনা রোগীদের জন্য। জানা গিয়েছে, করোনা অতিমারীর দ্বিতীয় ঢেউয়ের শুরু থেকে ১টা মাত্র অক্সিজেন সিলিন্ডার দিয়ে দিবা রাত্রি অক্সিজেন পরিষেবা দিয়ে চলছেন তাঁরা সঙ্গে ট্রেনি প্রাপ্ত নার্স রাহুল, ও সুস্মিতা সরকার সহযোগিতা করেন তাদের শান্তনু স্যারকে।তার পরেও সমাজসেবী শান্তনু শর্মাকে রাত বেড়াতে ছুটতে হয় বিভিন্ন জায়গায় সে সময় শান্তনু শর্মার স্ত্রী অনুস্মিতা শর্মা পিপিআই পরে শান্তনু শর্মাকে সহযোগিতা করে থাকেন।

এবিষয়ে অনুস্মিতা দেবী জানান, স্বামীর সঙ্গে এই সময় এই ভাবে মানুষের পাশে থাকার প্রচেষ্টা মাত্র। এছাড়াও শান্তনু শর্মা জানান, কোনো সহৃদয় ব্যাক্তি বা সংগঠন যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে আরও বেশি অক্সিজেন পরিষেবা দেওয়ার সম্ভব হবে। পাশাপাশি কনটেনমেন্টজন বাড়ি গুলিতে কিছু খাদ্য সামগ্রী বিতরণ ও স্যানিটাইজ করার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here