আবার শিল্পীরা অসহায় প্রায় প্রত্যেকেই হয়ে পড়েছে কর্মহীন তাদের কথা মাথায় রেখেই পাশাপাশি ডুয়ার্স হিউম্যান কেয়ার সোসাইটির অন্যতম সদস্য চক্রবর্তীর স্মরণে শিল্পীদের কিছু খাদ্য সামগ্রী প্রদান করলো ডুয়ার্স হিউম্যান কেয়ার সোসাইটি।
মূলত, গত বছর থেকেই করোনার করালগ্রাস ক্রমশ ব্যাঘাত ঘটিয়ে চলেছে মানুষের সাধারণ এবং স্বাভাবিক জীবনযাপনের ওপর। এর ফলে কর্মজীবন প্রায় অচল হয়ে দাঁড়িয়েছে। মাঝে কিছুটা স্বাভাবিক হলে শিল্পীরা রুজি রোজগারে মনোনিবেশ করলেও এবছর ফের করোনার প্রকোপে তা বন্ধ হয়ে পুনরায় অথৈ জলে পড়ে যায় তারা। এদিন তাই তাদের কথা মাথায় রেখে ডুয়ার্স হিউম্যান কেয়ার সোসাইটি তরফে তাদের খাদ্যদ্রব্য প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয়।
এ বিষয়ে ডুয়ার্স হিউম্যান কেয়ার সোসাইটির পক্ষ থেকে বাবলু তালুকদার বলেন, আগের বছর লকডাউন সময়কাল থেকেই তারা এই কর্মকাণ্ড চালিয়ে আসছে এবছর ও তারা শিল্পীদের কথা মাথায় রেখেই তাদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে এবং সংস্থার অন্যতম সদস্য নিখিল চক্রবর্তীর স্মরণে এদিন এই কর্মসূচির আয়োজন করেন।









































