শিলিগুড়িতে শশুরবাড়ীর সামনে ধর্নায় বসল স্ত্রী।শশুর বাড়ীর থেকে বাড়ীতে ঢুকতে না দেওয়ায় গেটে সামনে বসে রয়েছে স্ত্রী।
প্রসঙ্গত, গত কয়েক বছর আগে সঞ্জিব ঘোষের সাথে সামাজিক মতে বিয়ে হয় স্বেতা ঘোষের।স্বেতা ঘোষের অভিযোগ বিয়ের কয়েকমাস পর থেকে কাকি শাশুড়ী তার উপর নির্যাতন শুরু করে।এমনকি স্বামী সঞ্জিব ঘোষকে আপত্তিকর অবস্থায় দেখে বলে জানান স্বেতা ঘোষ।বিষয়টি তিনি শশুর শাশুড়ীকে জানালে তারা বিষয়টি গুরুত্ব দেয়না।এমকি তার স্বামী তাকে মারধোর করে ও তার হাত ভেঙ্গে দেয়।এরপর স্বেতা আইনের দারস্থ হয়।কিছু দিনের সময় চেয়ে নেন তার শশুর তার ছেলেকে বোঝানোর জন্য।
কিন্তু কয়েক মাস অতিক্রান্ত হওয়ায় সঞ্জিবের বাড়ী থেকে কোন সদউত্তর না পেয়ে আজ সন্ধ্যার সময় শিলিগুড়ির ঘুঘুমালি বাদুর বাগানে সঞ্জিবের বাড়ীতে হাজির হয় স্বেতা।কিন্তুু বাড়ীতে ঢুকতে পারে না সে গেটের সামনে ধর্নায় বসে পড়ে।সঞ্জিব ঘোষ জানান, আইনের পথে আমি যাব স্বেতার সাথে সংসার করব না। এরপাশাপাশি ডিভোর্সের পথেই হাঁটবেন বলে এদিন স্পষ্ট জানিয়ে তিনি।