আরোও একবার বড়সর সাফল্য এনজেপি থানার পুলিশের।উদ্ধার দুটি গাড়ি সহ লক্ষাধিক টাকার গাঁজা।ঘটনায় ধৃত ৩ জন।
প্রসঙ্গত, একের পর এক বড়সর সাফল্য মান বাড়িয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।বিগত কয়েকমাসে শুধু নেশার দ্রবই নয়,আগ্নেয়াস্ত্র উদ্ধারেও সক্ষম হয়েছে তারা। তাদের এমন সাফল্য সুনাম কুরিয়েছে পুলিশ কমিশনারের কাছেও। গত মঙ্গলবার ১৫৬ কিলো অর্থাৎ প্রায় ২১ লক্ষ টাকার গাজা উদ্ধার করার পর ২৪ ঘন্টা পার হতে না হতেই আবারও প্রায় ১২০কেজি গাঁজা উদ্ধার করলো এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। যার বাজার মুল্য প্রায় ১৫ লক্ষ টাকা।
পুলিশ সুত্রে জানা গিয়েছে,কোচবিহার থেকে দুটি ওয়াগনর গাড়ি গাঁজা নিয়ে ফুলবাড়ি হয়ে বিহারের উদ্দেশ্যে যাচ্ছিল।সেই মতো গোপন সুত্রের খবরের ভিত্তিতে গত বুধবার দুপুরে ফুলবাড়ি বাজারে এনজেপি থানার ওসি সমীর তামাং,এস আই গৌতম মল্লিক,এএস আই খগেন বর্মনের নেতৃত্বে একটি পুলিশের দল সেই এলাকায় ঘাটি গাড়ে। এর পরেই পর পর দুটি গাঁজা বোঝাই ওয়াগনর গাড়িকে আটক করে পুলিশ।তাদের কাছে থেকে উদ্ধার হয় ১২০ কিলো গাঁজা। এই ঘটনায় গ্রেপ্তার করা হয় জলপাইগুড়ির বাসিন্দা চন্দন রায়,শম্ভু দাস,ও স্বপন রায়কে।তদন্তের স্বার্থে বৃহস্পতিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করে পুলিশী রিমান্ডের আবেদন জানানো হবে বলে জানা যায়।